কলমেঃ আমিনুল এহছান মোল্লা।
তারিখঃ ০৯-০৮-২০২৪ ইং
স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।
**********************************
ওই যে পুরানো শকুন হিল্লোলে
কল্লোলে,
পতাকারে খামছে ধরেছে
স্বাধীন অঞ্চলে।
হে বিপ্লবী, আয় রে ছুটে,
টানতে হবে রশি,
ওরে স্বাধীন বুকে রইলি কোথায়
বসি ?
ওরে কোথায় কি আছে তোর কাজ
!
ওরা ভেঙ্গে চুড়ে দিচ্ছে
যুদ্ধের কারুকাজ!
ওরে চলরে চল নব যুদ্ধের উদ্যানে,
রক্ষা করি যে স্বাধীনতা
পেয়েছি রক্তবানে।
আয় তোরা আয়, খুলে দিয়ে সকল
চিত্তকায়া,
কিসের ভয়!সম্মুখে তোর
স্বাধীন মায়ের ছায়া।
No comments:
Post a Comment