কলমেঃ আমিনুল এহছান মোল্লা।
তারিখঃ ১০-০৮-২০২৪ ইং
স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।
**********************************
অধরা স্বাধীনতা আসিয়াছে
ফিরে উজ্জীবনে,
তা যেন মৃত্যু না হয়
মীরজাফরের বর্ষণে।
ওরে নবীণ চারিদিকে কত ঈগল
-শকুন পাখি
দিবা রাত্রি ঘিরে আছে কত নীল নকশা আঁকি।
তোর রক্তে অসুরেরা পতাকা
রাঙিবার সাধে,
ওরা ঝাঁকে ঝাঁকে বসিতে চাহে
তোর কাঁধে।
এ অর্জন শুধু তোর উথরোল
রক্তের কল্লোলে
অধরা স্বাধীনতা আসিয়াছে মুক্তির-হিল্লোলে।
তোর দৃঢ় শপথ না যেন ছুটে যায়
কোন ক্ষণে
নব সূর্য দেখেয়াছি তোরে
ঘিরে জনতারপরানে।
বদ্ধ বলাকা দিয়েছি ছেড়ে
স্বাধীন পতাকা তরে,
ওরে দেখে রাখিস তারে লাল
সবুজের প্রান্তরে।
এ স্বাধীনতা যেন হয় বৈষম্য- ক্রোধ- ক্ষোভহীন
ওরে এ রক্তে লেখা চিঠি না
যেন মুছে কোনদিন।
--------------------------------------------
No comments:
Post a Comment