কলমেঃ আমিনুল এহছান মোল্লা।
তারিখঃ ১০-০৮-২০২৪ ইং
স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।
**********************************
যে ফুল দিয়ে সাজাইতে চাইছো
বাগানটারে,
সে ফুটিবে না আর এই মুক্ত
স্বাধীন মাঝারে।
গোলাপের পাপড়িগুলো ঝরে
গেছে বাহু আগে,
শিমুল পলাশও রাঙা হয়ে
ফুটেনা রাগ-অনুরাগে।
এখন এক শুন্যতা ঘেরি
কাননে কাননে!
বিষাক্ত পোকামাকড়ের আনাগোনা
বাগানে।
সাপ বিচ্ছু ইঁদুরেরা গর্ত
করেছে অন্ধকারে
এখন নির্মল বাতাস নেই শুভ্র
আকাশ তরে।
অগ্নি শিখায় পুড়ছে রক্তে পাওয়া স্বাধীন বসতি
স্বাধীনতা লুটে পুটে যাছে
চোর ডাকাতের সারথী।
গোলাপের শিকড় উপরে ফেলেছে
যে মাটি
সে আজ শুন্যতায় তারই খুঁজে
যুদ্ধের ঘাঁটি।
----------------------------------------------------
No comments:
Post a Comment