কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
স্থানঃ রাওনাট-কাপাসিয়া-গাজীপুর।
তারিখঃ ৩১-০৭-২০২৪ ইং
***********************************
যোদ্ধার রক্তে লেখা যে বিজয়ের
কবিতা- যে গান,
যেখানে যদি চোর ডাকাত
দস্যুরা তুলে ঘূর্ণি তুফান!
মাতৃকা যদি হয় নিরাপত্তাহীন
অগ্রাসী সন্ত্রাস
যদি ধবংস হয় মাতৃকা
জন্মের গর্বিত ইতিহাস
তবে তোমার পরিচয় কি?
No comments:
Post a Comment