স্থানঃ রাওনাট-কাপাসিয়া-গাজীপুর।
তারিখঃ ০৮-০৮-২০২৪ ইং
*যে সংস্কারের ব্রতে
কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
স্থানঃ রাওনাট-কাপাসিয়া-গাজীপুর।
তারিখঃ ৩১-০৭-২০২৪ ইং
***********************************
হে যোদ্ধা, দেশ মুক্তির যে অফুরান প্রত্যাশা-
তাজা রক্তে বুঁনেছিলে তা যেন না হয় দুরাশা!
এখানে যেন ফিরে না আসে সেই অভিশপ্ত
যাকে মুক্তি যুদ্ধ বলো তা যেন হয় পরাস্ত।।
স্বাধীনতা রয়েছে পড়ে, শুধু জনতার মুক্তি নাই
এখনো সেই অভিশপ্ত প্রেতের শব্দ শুনতে পাই।
এখনো চারিদিকে সেই পুরনো শুকুনের শৃঙ্খল,
রক্তে পাওয়া স্বাধীনতাকে করতে চায় নিষ্ফল।
স্বাধীনতার যে চিত্রপট রক্তে রক্তে আঁকা,
তা যেন না হয় শুন্যতার দিকে চেয়ে থাকা।
যেখানে নিজেকে করেছা ছাই প্রতি পলে পলে
সেখানে যেন তোমারে না ভাসায় অশ্রুজলে।
যে সংস্কারের ব্রতে জাগ্রত তোমাদের হৃদয়,
সেখানে যেন দৃঢ় শপথ থাকে অস্থিমজ্জাময়।
--------------------------------------------
No comments:
Post a Comment