কলমেঃ আমিনুল এহছান মোল্লা।
তারিখঃ ০৫-০৮-২০২৪ ইং
স্থানঃ
রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।
**********************************
অপশক্তির যত বাধা,ডিঙ্গিয়ে
যেতে চাই,
মুক্তি পাইবার আশে যোদ্ধার
কাছে যাই !
মাতৃকার রক্ত ক্ষরণে
অন্তরে ব্যাথা বাজে,
তবু মুক্ত ফুল চাই বনে বনে দিবা-সাঁঝে।
জানি হে রাঙা ফুল মম যুদ্ধের
শ্রেয়তম
স্বাধীনতার ধন আর নহে যে
কারো সম।
যে ফুলকে দিয়েছি ভেঙ্গে চূড়ে-
পোড়া,
সে ফুলকে একদিন খুঁজিবে
পাড়া পাড়া।?
তাড়িয়েছি গোলাপ ফুল-
জবারে ফুটিয়া,
এখন জুঁই চ্যাঁমিলী খুজি
অশ্রু জড়িয়া।
ওইসব বিষাক্ত কীট পতঙ্গরে
ঘৃণা করি,
ওরে কত যে বিফলতা, কত যে আহাজারি।
তোর সম্মুখে অপেক্ষা
করিছে অগ্নি পুরি,
সেদিন আর গোলাপ ফুটিবেনা এ
পথ ধরি।
-------------------------------------------
No comments:
Post a Comment