Monday, August 12, 2024

রক্ত প্লাবণের পরে

 কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

স্থানঃ রাওনাট-কাপাসিয়া-গাজীপুর।

তারিখঃ ১২-০৮-২০২৪ ইং

***********************************

রক্ত প্লাবণের পরে স্বাধীনতা প্রতিকূল-

এখানে নিয়ত কবর রচিত হয় বিপুল।

আপন স্বার্থে ছদ্মবেশীর দাঙ্গা মিছিল,

রাঙা চোখে খামছে ধরে মুক্তির দল।

রবির সোনালী আলোয় ঘন কালো মেঘ,

গোধূলীর মিত্ররা ধেয়ে আসে প্রচন্ড বেগ!

রাত্রির সীমানায় বিপন্ন পূর্ণিমার আলো,

পথ ভুলে মুক্ত পাখিরা ছুটে এলমেলো।

প্রেমের ঘরে কীট পতঙ্গের বিষাক্ত বাসা,

বিরহ বন্যার বেগে অযূত স্বপ্নীল আশা।

আকাশে শুধু বিবর্ণ্ স্মৃতি প্রভাতের বুকে,

সূর্য্ ছড়ায় মলিন হাসি নিরর্থ্- কৌতুকে।

--------------------------

No comments:

Post a Comment