Tuesday, August 6, 2024

নাট্য মঞ্চে

 


কলমেঃ আমিনুল এহছান মোল্লা।

তারিখঃ ০৫-০৮-২০২৪ ইং

স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

**********************************

 

ওরে গণতন্ত্র যদি পদে পদে পায় বাধা-

রাজ্যের জনতা হয় শুধু ধোপার গাধা।

 ক্ষমতাই যদি থাকে শাসকের মননে গোঁজা।

নিরহ জনতার মুক্তি কেবল অসুরের সাজা।

 

বঙ্গে কে আছে এমন গণতন্ত্রের কবি?

যার ছায়ায় উঠবে জেগে মাতৃকার ছবি!

কেউ স্বৈরতন্ত্রে এসে গণতন্ত্রের ছুঁড়ে বুলি

কেউ গণতন্ত্রের নামে ছুঁড়ে বুলেট গুলি।

 

ওরে,  ওরা সবাই ক্ষমতার পিছু ছুটে-

শুধু নিরহ জনতা বুঝে না তাহা মোটে!

রাজ পথে জনতা গুলি গায়-প্রাণ হারায়,

ওরা নাট্য মঞ্চে মীর জাফরের ভূমিকায়।

 

দেশ প্রেমিক কান্ডারী কোথায় এ বঙ্গ তর?

কার পিছু ছুটিস হে জনতা দিন রাত ভর!!

-----------------------------------------

 

No comments:

Post a Comment