কলমেঃ আমিনুল এহছান মোল্লা।
তারিখঃ ০৫-০৮-২০২৪ ইং
স্থানঃ
রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।
**********************************
ওরে অন্তরের আর্বজনা
বর্জন করি যদি,
যা ঘটেছে তা ঘটবে না
কোনদিন নিরবধি।
এই যে চারিদিক হতে গর্জন
করে উঠি
মূল উৎঘাটন না হয় যদি ,পাবে
কি ছুটি?
ঘাতকের বুলেটে লেখা যে
ইতিহাসের পাতা
সেখানেই রক্ত ক্ষরণের
রঞ্জিত খাতা।
ওরে রক্তের মূল্য তুচ্ছ
করি কাহার কাছে?
ঘাতক দোসরেরা মিলে যে
মসনদে আছে
সেখানেই জাতির ঐতিহাসিক
যন্ত্রনা জাগে
তবু এ জাতি বুঝে না তাহা
রাগ- অনুরাগে—
শুধু ক্ষমতার দ্বন্দে
আগুন জ্বলে শুধু জ্বলে,
রক্ত ঝরে প্রাণ হারায়
নিরহ জনতা মিছিলে।
জোড় হাত ধরে বলি আমি –
শোন কথা,
এ মাতৃকার বুকে মুক্তিরে
করো না বক্রতা।
--------------------------------------------
No comments:
Post a Comment