Friday, August 2, 2024

অধিক করি না আশা

কলমেঃ আমিনুল এহছান মোল্লা।

তারিখঃ ০২-০৮-২০২৪ ইং

স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

**********************************

অধিক করি না আশা, তবু কেন বিষাদ?

জন্মেছি স্বাধীন দেশে তবু কেন বিপ্লব সংঘাত!

 

চাই সোনার বাংলা গান, গাই আনন্দ ভরে,

রবে না, রবে না কোন বৈষম্য বঙ্গ তরে।

পূব সোনালী রবি হতে উঠিবে উচ্ছাস

পশ্চিমে হইবে বিলীন বঞ্চিতের দীর্ঘশ্বাস!

 

ফুটিবে ফুল, গাইবে পাখি, চঞ্চল রবে প্রাণ,

বিজয় সুর বাজিবে সদা সোনার বাংলা গান।

ওরে বাঙালি, বঙ্গে উঠাও আনন্দলহরী,

মুক্তিযুদ্ধের চেতনা আন্তরে ধারন করি।

 

অধিক করি না আশা, এ অন্তরে উঠাও ঢেউ

তুমি বাঙালি, তুমি স্বাধীন,দোসর নও কেউ।

-----------------------------------------

 

No comments:

Post a Comment