হবে কি তাহা শেষ?
কলমেঃ আমিনুল এহছান মোল্লা।
তারিখঃ ০২-০৮-২০২৪ ইং
স্থানঃ
রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।
**********************************
ওই দেখ, ওই দেখ তৃতীয় পক্ষের
জলরাশি,
প্রবল জলচ্ছাসে আসছে ধেয়ে
অগ্রাসী!
প্রাণবন্ত প্লাবণ তাহার
জনস্রোতে আসি,
অসুর শয়তানের সুরে সুরে
বাজায় বাঁশি।
অগ্নি হতে অগ্নি সেথা অবিরাম
অবিশ্রাম,
বিদ্রোহী বেশে ধ্বংস করিতেছে
অবিরাম।
কেন এত রক্ত ধারা,ওরা
কারা? ওরা কারা?
কোথা হতে এল ভেসে অনল বর্ষি
ধারা?
কোথা হতে তৃতীয় পক্ষ জনস্রোত
ঘোলা করি,
কে তারে দিল উত্তাল সাগরে
এ নগ্ন তরবারি।
এখন তৃতীয় পক্ষে কম্পিত
স্বাধীন বাংলাদেশ!
এই মাতৃকার মাঝখানে হবে
কি তাহা শেষ?
----------------------------------------
No comments:
Post a Comment