Saturday, August 3, 2024

গুজবে -হুজুগে

 কলমেঃ আমিনুল এহছান মোল্লা।

তারিখঃ ০২-০৮-২০২৪ ইং

স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

**********************************

মা’গো শুনেছি তোমার ডানা গুজবে উড়ে,

প্রবল হুজুগে ছুটে বাঙালি সরল বিশ্বাসভরে।

 

শুধু তোমারে ভালবাসি বলে মা বলে মানি!

তবু কিছু গুজবে হুজুগে বাঙালির হানাহানি।

প্রচন্ড অগ্নি কুন্ডে ছুটিয়া গর্জিয়া

মাগো তোমাকে পুড়ায় স্বাধীনতা বির্সজিয়া!

 

লক্ষ শহীদের রক্ত ছিন্ন করি বিদ্রোহী ঝড়ে

ধেয়ে আসে  ভয়ঙ্করী পতাকা খামচে ধরে।

ওরা গুজব ছড়ায়ে হুজুগে উঠায় মহাপ্লাবন,

চিলে কান নিয়েছে এই ভেবে প্রাণ উৎপাদন।

 

এসো হে বাঙালি গুজব রুধি চারি ধারে,

হুজুগে যেন না ছুটি লাল-সবুজ প্রান্তরে।

ওরা কে সহস্রবাহু ঘিরেছে স্বাধীন জাতিরে?

গুজবে হুজুগে দৌড়াচ্ছে তোমারে-আমারে!

 

এই লাল সবুজ পতাকা যে এনেছে যাচি,

স্যালুট!লক্ষ কোটি স্যালুট! যত দিন বাঁচি।

----------------------------------------

 

No comments:

Post a Comment