কলমেঃ আমিনুল এহছান মোল্লা।
তারিখঃ ০৩-০৮-২০২৪ ইং
স্থানঃ
রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।
**********************************
যে আদর্শে পেয়েছি দেশ, আমি
সেথাকার,
মুক্ত স্বাধীন নাগরিক আমি
এই মাতৃকার।
আমি নিয়েছি লুফে সুখদুঃখভার,
আমি দিয়েছি ছুঁড়ে দেশদ্রোহী
মতবাদ- স্বৈরাচার!
আমি স্বাধীন বাংলাকে
ভালবাসি মন- প্রাণ- স্থির,
আমি উম্মদ! আমি পাগল! তবু আমি
মাতৃকার ।
এখন ওই আদর্শ নাই নেতৃত্ত্বে,কোন
নেতাতে,
ওরা আপন স্বার্থের পূজারী
লক্ষ শহীদের গঙ্গাতে।
তাই পরাজয় দেখি, তাই
ধ্বংস দেখি অণিবার!
তাই মুক্তির অশ্রু
ঝরে,জনতার রক্ত ঝরে ঝর ঝর!!
নেতৃত্ব পালায়, নেতারা
পালায় জাতির র্দুদিনে,
শুধু মায়ের অসহায় সন্তানেরা
থাকে ক্রন্দনে।
নেতৃত্ব হারিয়েছে পথ !কাঁদে
আদর্শেরা শুষ্ক মুখ
প্রাণে প্রাণে হানা দেয়
মৃত্যু- সর্বভুক!!
মাগো, দিয়েছি ছুঁড়ে দেশদ্রোহী
মতবাদ- স্বৈরাচার!
তবু কেন আদর্শহীন নেতৃত্বের
এত সমাহার !
---------------------------------------------
No comments:
Post a Comment