Thursday, July 29, 2021

প্রাণের ঘুমন্তকল্লোল

 ---মোঃ আমিনুল এহছান মোল্লা।

*********************************

আল্লাহ বাণী ‍তুমি, মানবের মুক্তির উৎসবে

অন্তরের শূন্যতা পরিপূর্ণ্ করি দিবে কবে!!

বাতিলের নিকুঞ্জতলে আলোর উচ্ছলে,

তোমার ছুঁয়ায় ধরনীর কালো আলোকিত হবে!!

জেগে রবে ছন্দে প্রাণের ঘুমন্তকল্লোল

গাইবে ক্ষণে ক্ষণে মুমিনের হৃদয়হিন্দোল।

নত শির হাসি ঈমানদার উঠিবে ভাসি,

কোরানিককাব্য ঢুকাইবে পরানবল্লভে!!

--২৯-০৭-২০২১ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

No comments:

Post a Comment