------মোঃ আমিনুল এহছান মোল্লা।
***********************************
ত্যাগের মহিমা বিস্তারিছে
ঘেরি চারিধার
কার ইচ্ছে তরে জাগিছে
ইব্রাহীমের তরবার?
নত শির প্রভূ তুষ্টে
ঈসমাইলের গর্দান
আল্লাহ’র অভিমুখে পিতা
পুত্রের ঐক্যতান।
এক অতুল্য প্রেমের মহিমায়
দাঁড়ায়ে একাকী
পুত্রের গর্দানে ছুরি চলালো
বদ্ধ আঁখি
স্তব্দ পৃথিবী আপনার
পুত্ররে কোরবান করি
তবু অবিচল আল্লাহ’র
তুষ্টে পিতার তরবারি।
বিজয়ী হল
পিতা-পুত্র!অঙ্কিত হল নব ছবি
মুসলিম উম্মাহ খোঁজে পেল
পশু কোরবান
যে ঈদ আত্ম ত্যাগের
মহিমায় অতুল্য মহিয়ান ।
মুসল্লিম উম্মাহ গাহিছে
সাম্যের সুরে তীব্র উচ্চতান
আঁধার পেরিয়ে আলো যেন
জাগিছে প্রাণের উদ্যান।
পূর্ণিমা হাসিছে রাত্রির
আঁধারি
শুভ্র ঝর্ণা ছুটিছে
মাঝখানে তারি
কে ধনী! কে গরীব! কে
আত্মীয়- অনাত্মীয়
কোন ভেদ নেই এই চিত্ত
ত্যাগের মহিমায়
সম উচ্ছাসে জাগি উঠিছে
পৃথিবী আনন্দময়-
সুখ ব্যদনা ভাগ করে নিয়ৈছে
প্রিয়-অপ্রিয়।
,এক অতুল্য ত্যাগের মহিমায় খুশীর ঈদ কোরবান!
--২১-0৭-২০২১
ইং,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।
No comments:
Post a Comment