-------মোঃ আমিনুল এহছান মোল্লা।
***********************************
সহযোদ্ধা ভেবে,
কারে এতো ভালবেসেছি অন্তরঙ্গে !
কারে এতো শোভা দিয়েছি বিচিত্র
রঙে?
নিজ হাতে গড়ে ভেবেছি তারে লক্ষী
ঘর হতে খাই তাড়া- নাই কোন
সাক্ষী!
হয়েছিল হাতে খড়ি আমারই হাত ধরি,
আজ আমার সিংহাসনে তার বাড়াবাড়ি
কতো দুর্নাম ছড়াছড়ি--
কারে এতো শোভা দিয়েছি নিজ হাতে ?
তাক্ তাক্ ধিনাক্ ধিনাক্ বাজনা বাজায়
অফিসেতে—
শিষ্য দেখে ভয় পাই- আমি
যেন আমি নাই!
আপন গায়ে তৈল দাও -ওরে
বোকা ভাই।
শিষ্য যেন লাফ ছাড়ে গুরু যেন মরে
যায় ।
তুমি যারে কৃপা কর সেই হয় ভাগ্যধর-
সে শুধু ঘাড় ধরে,তুমি নাই
অতঃপর!!
বিষ্ময়কর বোকা আমি সুচতুর ভুবনে!
আপন ভুলে তারে নিয়ে ছুটেছি
প্লাবনে।
০২-০৭-২০২১
ইং,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর
No comments:
Post a Comment