Sunday, July 4, 2021

আযান শুনিয়া

 -----মোঃ আমিনুল এহছান মোল্লা।

*************************************

ওহে মুমিন আর ঘুমিও না আযান শুনিয়া

ওই ডাকিছে মুয়াজ্জিন উঠরে জাগিয়া ।

শয়তানের কুমন্ত্রনা আলস্য পায়েতে ঠেলিয়া

ছুটরে মসজিদ পানে আল্লাহকে স্বরণ করিয়া।

শুন হে !শুন হে মুসলিম! দেখরে চাহিয়া

ওই ছুটিতে মুমিন পৃথিবীর কাজ ফেলিয়া

পড়িবে নামাজ প্রভূর রাহে নত শির হইয়া

তুমি কি যাইবে না নবীর উম্মত সাজিয়া?

চলরে চল মুয়াজ্জিন যাইতেছে ডাকিয়া

ক্ষনিকের পৃথিবীর নহে গো তোমারে রাখিয়া

সেদিন তো নয় বেশী দূর- যম দূত আসিয়া

তোমারে নিবে তুলিয়া—

 

এই প্রেমের পৃথিবী তোমারে যাইবে ভুলিয়া!

ওহে মুমিন আর ঘুমিও না আযান শুনিয়া

ওই ডাকিছে মুয়াজ্জিন উঠরে জাগিয়া ।

ফজর, যোহর আছর মাগরিব ডাকিতেছে আসিয়া

আর থাকিও না ঘরে বসিয়া এশার আযান শুনিয়া !

নামাজ পড় হে! নামাজ পড় হে

 

ওই ডাকিছে মুয়াজ্জিন যাওরে মুমিন ছুটিয়া ।

ওহে মুসলমান যেও না আর অবজ্ঞা করিয়া ।

ওহে মুমিন আর ঘুমিও না আযান শুনিয়া

ওই ডাকিছে মুয়াজ্জিন উঠরে জাগিয়া ।

---০৪-০৭-২০২১ ইং,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

No comments:

Post a Comment