Sunday, July 4, 2021

জাগ হে জাগ, তরুণ শক্তি

 --------মোঃ আমিনুল এহছান মোল্লা।

*************************************

জাগ হে জাগ তরুণ শক্তি অন্ধকার রজণী

ওই দেখ চেয়ে কত বঞ্চিত প্রাণ-এ ধরণী

বৈষম্যের প্রাচীর ভেঙ্গে দাও, গুড়িয়ে দাও

করে দাও চুড়মার

প্রেমের নিশান উড়াও এই পৃথিবীর প্রান্তর।

 

বিরহের অশ্রু মুছে দাও ,বুকে টেনে নাও

ক্ষুধার্ত্ প্রাণ -বিবস্ত্র শরীর ঢেকে দাও, অন্ন দাও

সাম্যের দ্বার খুলে দাও- ছুটে যাও দূর-বহুদূর

ওহে মানবিক যোদ্ধা ,ওহে অদম্য রণবীর

এখনো ঢের পথ বাকী যাবার---

 

এই নাও মানবতা, এই নাও যুদ্ধের তলোয়ার!

জাগ হে জাগ, তরুণ শক্তি দুর্বার- আরেকবার

বহুবার !

দুঃখের পৃথিবী যেন হেসে উঠে সাম্যের বন্ধনে।

”ভাই বন্ধু ফাউন্ডেশনে”

এক নব জীবনের সন্ধানে,

 

মানবিক পতাকা উড়িয়ে দাও বঞ্চিতের  প্রাণে

ওই দেখ চেয়ে আছে পৃথিবীর মানুষ

তোমাদের উত্থানে, তোমাদের জয়গানে।,

 

এই নাও মানবতা, এই নাও যুদ্ধের তলোয়ার

জাগ হে জাগ, তরুণ শক্তি দূর্বার-অণিবার !

---০৪-০৭-২০২১ ইং,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

No comments:

Post a Comment