------মোঃ আমিনুল এহছান
মোল্লা।
************************************
বঙ্গের মুক্ত আকাশে কত গান যে
গায় পাখি
এমন শুভ্র ঝাঁক আগে কখনো দেখেনি
আঁখি!
কি সুমধুর সুর! কি অপূর্ব্ ছড়ানো
ডানা!
কোন তিলক নেই, কোন কালিমা নেই
প্রাণখানা
নিত্য আসে- মাতৃকার কাছে- বাংলার
উঠোনেই
চির দীপ্ত বঙ্গ তাজের মতোই
মা জহুরার মতো দেশপ্রেমের হৃদয়খানি
খুলে
দেশ মাতৃকার টানে আপনার স্বার্থ্
ভুলে
সত্যের প্রদীপ জ্বেলে
জাতির মাস্তুলে---
বঙ্গ হাসে কাজল রাতে শীতলক্ষ্যার
জল !
ফুলে ফলে তরুলতা জাগে, প্রাণে
উঠে কল্লোল
বাংলাদেশ তাকায় শুধু অপলক তাকায়
বঙ্গ তাজের দীপ্ত আলোয় ঘেরা
কাপাসিয়ায়
ওইখানে শুভ্র পাখিরা উড়ে যায়-
দেশমাতৃকায় -দরদরিয়ায়
সৎ নির্ভিক ভূমিকায়--
বঙ্গ জননীর এক শ্রেষ্ঠ
উপহার
বঙ্গ তাজের র্নিলোভ
পরিবার!
তবু কেন দু চোখে জল, বুকে কেন জ্বালা ?
জানিনা কেন তবুও ঠিক সম্মুখ কপাটে তালা।
No comments:
Post a Comment