Friday, July 2, 2021

কৃতজ্ঞ হে প্রিয়

 ----মোঃ আমিনুল এহছান মোল্লা।

********************************************

কখনো কখনো জীবন চক্রে ঘুরে আসে অশুভ রাশি

কখনো যাতনার শিখরে বসে বাজাই বিষাদের বাঁশি

কখনো সুখের উল্লাসে মেতে উঠি জগত বসি

এ সব যেন বিধাতার ফয়সালা ঘুরিতেছে আসি,

তবু বিরহের এ প্রাণ পৃথিবীকে ভালোবাসি।

ভালবাসি জগতের মায়ামমতা স্নেহ হাসি।

বেঁচে থাকার স্বপ্ন বুঁনি অচিন্ত্য অনন্ত কালতরঙ্গে।

লক্ষ কোটি তারা দেখি অসীম গগনে আলোর সঙ্গে

মিটিমিটি খেলা করে নব আশার আলোকে

তখন কিছুটা পথ দেখি আঁধার ভূ-লোকে!

হেসে উঠি প্রিয়দের অনিন্দ্য ভালবাসার আঁচলে

ভুলে যাই কষ্টের দিনগুলো আগামীর কোলাহলে।

 

এমনি এক কালো অধ্যায়ে তোমাদের পেয়েছি দলে দলে

যদিও প্রকৃতির জালে  ঘুরিতেছো সকলে

তবুও র্প্রাথনা যেন দয়াময় আরশের মন্ডলে

মঞ্জর হয়েছে দ্বার খুলে

আমায় দিয়েছে নব প্রাণ! নব উচ্ছাস নিখিলে।

আমি এসেছি ফিরে তোমাদের মাঝে-

আবার জেগেছি সকাল- দুপুর -সাঁঝে।

 

আমি কৃতজ্ঞ হে প্রিয়- প্রিয়া জন!

বিধাতার রহমে  এসেছি ফিরে তোমাদের আয়োজন।

ওহে বন্ধু--জীবন বিরহে ভালোবাসার খুব প্রয়োজন।

-০২-০৭-২০২১ ইং,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

No comments:

Post a Comment