----মোঃ আমিনুল এহছান মোল্লা।
****************************************
চলছে এবার মোবাইল আড্ডা আঁতকে
ওঠে প্রাণ
লক ডাউনে নাইরে ওদের লেখা পড়ার মান।
মন দিয়ে ওই ঢুলছে নেশায় শুনছে হরেক গান
প্রযুক্তির এই সৌখিন
হাওয়ায় জ্বলছে জাতির ধন।
ধবংস মায়ের সায়ান আয়ান
ইয়ামিন জুঁই!
ওদের দেখে হ্যাপি কাঁদে
লুনার মতো হই-
আমার মোবাইল কই ?আমার
গ্যামস কই !
পড়ছে না আর ছেলে মেয়ে প্রযুক্তির
কাল
ফেইসবুক -টিকটক -লাইকি
ওদের হাল।
যে ছেলেরা যে মেয়েরা হাসত
মায়ের কোল
ডানা মেরে উড়ে যেত খেলার
মাঠে দল
রক্ত শাখা ব্যাকুল হত দূর্গ্
বাহু বল
আজকে তারা ঘরের কোণে
হারায় মনোবল ।
সর্বনাশা মোবাইল হাওয়ায়
দুলছে জাতির ঘর!
ছেলে মেয়ে গাইছে উদাস
আউলা ঝাউলা সুর।
লুকিয়ে ওরা দেখে রে ভাই
বই খাতা তার টেবিলে নাই।
বলতে আমি জাতি রে চাই
তোমার সম্পদ হচ্ছে রে ছাঁই।
চলছে এবার মোবাইল আড্ডা আঁতকে
ওঠে প্রাণ
ঘরে ঘরে ধবংস রে আজ মাতৃকার সন্তান ।
---২৯-০৭-২০২১
ইং,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।
No comments:
Post a Comment