Friday, July 2, 2021

মাইকে ঘোষনা হবে

 -------মোঃ আমিনুল এহছান মোল্লা।

**********************************

হঠাৎ মাইকে আওয়াজ এলো নির্ম্ল বাতাসে

কে যেন বলছে তুমি আর নাইরে পূর্ণিত সুবাসে।

তুমি চলে গেছো অধরা পথে অনন্ত আঁকাশে

ইন্নানিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন!!

 

বিরহের উত্তাপ যেন নেমে এলো পৃথিবীর প্রান্তরে

শোকের মাতামে  একই তরঙ্গ হৃদয় সাগরে

অথচ তুমি নিথর দেহে প্রিয় সংসার বাইরে—

পৃথিবী প্রস্তুতি নিচ্ছে অন্ধকার কবরে।

সেই তুমি আর নাইরে--

 

চিরন্তন মৃত্যু যেন একই পথে আগে- পরে

হঠাৎ মাইকে ঘোষনা হবে আমি আর নাইরে

একই সূত্র ধরে-

ওই বিধান যেন র্নিদয়ভাবে তুলে নিবে নিখিলের প্রাণ

তেমনি আমার প্রিয় ধরাটিকে বানাবে গোরস্থান।

আমি হবো প্রস্থান, আমি হবো প্রস্থান!

 

ক্ষমা করো হে মুখের হাসি, দুঃখের তিমির নাশে ||

আমি চলেছি ওই অনন্ত আকাশে।

আমি মেহমান! ক্ষণিকের যাত্রী,ক্ষণিকের বাস!

আমি গোলাম ! রাসুলের উম্মত- ক্ষণিকের নিশ্বাস।

আল্লাহ আমার বিশ্বাস---

 

হঠাৎ মাইকে ঘোষনা হবে আমি আর নাইরে !!!!

--০২-০৭-২০২১ ইং,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

No comments:

Post a Comment