Tuesday, July 6, 2021

অফিস বস

 -         ----মোঃ আমিনুল এহছান মোল্লা।

উৎসর্গ্ঃ জনাব আমিনুল ইসলাম (সি এফ ও)

                                    বিবিএস কেবলস লিঃ

******************************************

হে অফিস বস! তোমার তরে আমাদের আলো

যে  আলোয় দূর করি মোরা জীবনের কালো।

 

তুমি যে নৌকার মাঝি- আমরা তার মাল্লা

তুমি বাও দাঁড়-আমরা তুলি মাস্তুলে পাল্লা।

পথ চলি একই সাথে ঘূর্ণি তুফানে-

কভূ নাহি থেমে যাই তরঙ্গ র্গজনে

 

বেয়ে চলি তরী অসীম সাহসে রাত্রির গভীরে

ক্ষুরধারে পূর্ণি আলো জ্বালাই গগণ আঁধারে

অতন্ত্র প্রহরী হই আঁকা বাঁকা পথে

একই সাথে এই মতে---

 

তোমার শুভ্র মুকুট শোভা দিয়েছে জ্ঞান তাপস

যে আলোয় নিঃসঙ্কোচে পেয়েছি দুরন্ত সাহস।

নির্ভয়ে ছুটেছি যুদ্ধ সমরে- তুলেছি নাঙ্গা তলোয়ার!

মাথা নত করিনি চির সত্যের অভিযান

রক্ত ঝরা প্লাবনে করেছি বিজয়ী নোঙ্গর ।

 

হে দিকপাল! কর্মের সর্বাঙ্গে তোমার পুস্পিত মালা!

সে সুবাসে আমরাও  চাই রাঙিতে-  এই সংসার ভেলা

 

আমাদের সুন্দরে করো তোমারই পুস্প বর্ষ্ণ!

যেন গাইতে পারি বিজয়ের গান- এ বিষন্ন প্রাণ।

----০৬-৭-২০২১ ইং,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

No comments:

Post a Comment