Sunday, August 4, 2024

এই প্রযুক্তির যুগে

 কলমেঃ আমিনুল এহছান মোল্লা।

তারিখঃ ০৪-০৮-২০২৪ ইং

স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

**********************************

এই প্রযুক্তির যুগে যদি না জাগে জ্ঞান,

সাইবার ক্রাইমে তুমি হারাবে অর্জন।

 

যতই বলো প্রযুক্তি সেই অপূর্ব  সুখ !

শত্রুরা ওত পেতে আছে হৃদয় উৎসুক।

সেদিন তুমি বুক ভাসবে অশ্রুভরা গান

আয়ত্ত্ব করেছে শত্রুরা  ডিজিটাল প্ল্যাণ।

 

কোথায় তোমার দল প্রযুক্তির পদমূলে ?

গুজবে হুজুগে শত্রুরা ছুটেছে দলে দলে।

প্রযুক্তির যুদ্ধে যদি না হও আগোয়ান

হেরে যাবে, ‍তুমি হেরে যাবে যুদ্ধের উদ্যান।

 

তোমার সৈনিকেরা আছে ঘুমিয়ে নিরন্তর!

তাই বজ্র স্বরে ডাক দাও এই যুদ্ধের সমর।

যে ডিজিটাল প্রযুক্তি তুমি করেছো দান-

তা দিয়েই রক্ত চুষে শত্রুরা যুদ্ধের ময়দান্।

-----------------------------------------

 

 

No comments:

Post a Comment