কলমেঃ আমিনুল এহছান মোল্লা।
তারিখঃ ০৪-০৮-২০২৪ ইং
স্থানঃ
রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।
**********************************
ওরে আবার ফিরে এল বিপ্লবের দিন,
জনে জনে অজস্র ক্ষোভ
অপমান!
এ এক বিপ্লব! এ এক বিষ্ময়
জাগরণ,
বিপ্লবী ফিরে পেতে চায়
ন্যায্য সন্মান।
অগ্নি কক্ষে অবরুদ্ধ আছে
বঙ্গ ভূমি,
তবে কেন মুক্ত বল হে
স্বাধীনতা তুমি?
কে স্বাধীন ভূমে দোসররে
করল নিমন্ত্রণ?
মুখে গাই অন্তরে নাই মাতৃকার
প্রাণ।
ওরে আবার ফিরে এল বিপ্লবের দিন,
স্বাধীন পতাকা কোন বিষাদে
এত করুণ!
ওরে তুমি কাকে পুড়াচ্ছো
গুজবে-গুঞ্জনে,
এ মাতৃকা এসেছে লক্ষ শহীদের
রক্ত প্লাবণে।
বিচ্ছেদের বেদনারে দুরে ঠেলিয়া
ফেলিয়া-
দুর্বার ছুটে যাও হে বিপ্লবী বীর বুক উঁচিয়া।
---------------------------------------------
No comments:
Post a Comment