Sunday, August 4, 2024

প্রদীপ তরে আঁধার

 কলমেঃ আমিনুল এহছান মোল্লা।

তারিখঃ ০৪-০৮-২০২৪ ইং

স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

**********************************

রবির আলোয় নামল আঁধার ফুরিয়ে গেল বেলা,

মেঘ ঢুকে সাঙ্গ হল স্বাধীন আলোর মেলা।

এখনো ওরা লক্ষ্যহারা ডাকছে চল চল,

দেশের সম্পদ পুড়িয়ে  কারা কি পেল?

 

স্বাধীন মায়ের লাল সবুজে  জ্বলে আলোক তারা

কণ্ঠে কেন এখনো বিদ্রোহীদের ছড়া ?

বলতে পারো ! কারা -ওরা কারা?

স্বাধীন মায়ের অধিকারে কেন রক্ত ঝরা?

 

 প্রদীপ তরে আঁধার নেমে ডাকছে সর্বনাশে!

সুযোগ নিয়ে তৃতীয় পক্ষ অগ্নি সন্ত্রাস ত্রাসে।

ক্ষমতার দম্ভ গর্ব আজকের এই ধাছে,

জনঅধিকার ফিরিয়ে দাও জনতার কাছে।

-----------------------------------------

No comments:

Post a Comment