কলমেঃ আমিনুল এহছান মোল্লা।
তারিখঃ ০৪-০৮-২০২৪ ইং
স্থানঃ
রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।
**********************************
প্রভাতী সূর্যের রক্তিম
রঙটা গায়ে মেখেছি,
প্রখর দিবসের ডাক দিয়েছি,স্বপ্ন
বুঁনেছি
রাত্রির পূর্ণিমাকে তুচ্ছ
করেছি,চন্দ্রকে ভুলেছি!
তুমুল ঘূর্ণি ঝড় তুফানকে আলিঙ্গন
করেছি ।
মার দুধ খাব চেয়ে, মাকে
হত্যা করেছি
বুকের উপর চেপে বসেছি, উল্লাস
করেছি
এখন আকাশে কালো মেঘের
রেখা
গোধূলীর আনাগোনায় মৃত্যুর
দেখা।
হুজুগের উত্তালে রক্তিম
গায়ে ছুটেছি পথ বাঁকা,
সোনালীর সুর্যের যৌবন
হারিয়েছি, এখন একা!
আমাকে বলেছিল - ওই দেশদ্রোহী
দোসর
মাগো আমি বুজিনি বাংলা
মায়ের কদর।
আমি শহীদের রক্ত হতে চাই,আমি
মুক্তি চাই
স্বাধীনতা চাই, আমি যৌক্তিক
অধিকার চাই ।
আমি লাল সবুজে ফিরে আসতে
চাই
ওগো দিবে তো ঠাঁই?
আমি সোনার বাংলা গান গাই-
আমি বাঙালি।
---------------------------------------------
No comments:
Post a Comment