কলমেঃ আমিনুল এহছান মোল্লা।
তারিখঃ ০৪-০৮-২০২৪ ইং
স্থানঃ
রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।
**********************************
যারা যুদ্ধ করেছিল বীর দর্পে
উত্তাল সমরে,
তারা এই মাতৃকারে
ভালবেসেছিল অন্তরে!
একটি বজ্র কণ্ঠের ডাকে
দুরন্ত দামাল ছেলে,
বুকের তাজা রক্ত দিয়ে
স্বাধীন পতাকা দিয়েছিলে
এই রক্তের মর্যাদা কতটুকু
রাখতে পেরেছি,
কতটুকু সোনার বাংলা
অন্তরে ধারন করেছি?
এখনো যে বিদ্রোহের চিত্র
ফুটে ছায়ারূপে,
এখনো যে ধ্বংস হয়নি, এখনো যে চুপে চুপে
স্বাধীনতার গলা টিপে ধরে
দোসর আলোকে
এখনো যে অনলের র্বষণ
বাংলার বুকে বুকে!
এখনো যে খামছে ধরে লক্ষ
শহীদের প্রাণ,
এখনো যে কেড়ে নিতে চায়
বাঙালির গান।
হে বাঙালি, হে বাংলাদেশী!
তুমি কোন পথে?
এখনি সময় জাগ্রত হও মুক্তির
যুদ্ধের স্রোতে।
---------------------------------------------
No comments:
Post a Comment