Sunday, August 4, 2024

ফেইসবুক মাঝারে

 কলমেঃ আমিনুল এহছান মোল্লা।

তারিখঃ ০৩-০৮-২০২৪ ইং

স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

**********************************

এতোটা মগ্ন হয়েছি ফেইসবুক মাঝারে,

সত্য মিথ্যায় গ্রাস করিয়াছে জাতিরে।

 

গুজবের উথরোল ঢেউ লাগিছে পাল তুলি,

বিপুল হুজুগে মাথিছে বাংলার ধূলো-বালি।

বিবেকহীন সূর্য তারা কত যে আসিছে নামি,

গেল  গেল সব গেল দুলিতেছে বঙ্গ ভূমি ।

 

জাতিরে দিয়েছে পাঠিয়ে মৃত্যুপরপারে

এ ভাবে চলিতে থাকিলে যুদ্ধ বাঁধিবে দুর্বারে।

বড় অশনি সংকেত ফেইসবুক মাঝারে

এইসব বন্ধ করো- রক্ষা করো মাতৃকারে।

 

জলে- স্থলে -শুন্যে -আমি যত দুরে চাই

ফেইসবুক মাঝারে গুজব হুজুগের আড্ডা পাই।

ওরে আপনারে হারায়ে নাই কোন  ঠাঁই

চলো সবে একই সুরে সোনার বাংলা গান গাই।

---------------------------------------------

 

No comments:

Post a Comment