কলমেঃ আমিনুল এহছান মোল্লা।
তারিখঃ ০৩-০৮-২০২৪ ইং
স্থানঃ
রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।
**********************************
এ মাতৃকা আমি কখনো চিনি
নাকো,
রক্তে পাওয়া স্বাধীনতা,তবু
লুকানো থাকো।
সোলানী স্বপ্নের ভাবনা কত
যে পরশিয়া,
এ অন্তরে জাগ্রত হয় দিবা
নিশি হরশিয়া।
মুক্তিযুদ্ধে তুমি এসেছিলে,
করেছিলে দেখা,
ফুল ফলে শষ্যে ভরা,তবু আমি
একা !
বঞ্চিতের অনেক ব্যদনা আছে
এ প্রাণে
বিশ্বাস ঘাতকের নীল নকশা আবরণে।
স্বৈরতন্ত্রের চোখে গণতন্ত্ররে
ডাকো তুমি!
বন্দুকের নলে রক্তাক্ত করো
পবিত্র ভূমি।
এ মাতৃকা আমি কখনো চিনি
নাকো,
রক্তে পাওয়া স্বাধীনতা,তবু
লুকানো থাকো।
---------------------------------------
No comments:
Post a Comment