কলমেঃ আমিনুল এহছান মোল্লা।
তারিখঃ ০৪-০৮-২০২৪ ইং
স্থানঃ
রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।
**********************************
হৃদয়ের গভীরে কাঁদিছে
রক্ত অন্ধ হয়ে,
কাঁদিছে আপন মনে রাঙা রঙ
হয়ে!
এতো রক্ত লাল! করিছে সে
হায় হায়!
এতো করুণ কাতর স্বনে এই
বাংলায়।
এই রক্ত গর্জেছিল মুক্তি
যুদ্ধের সমরে,
ভয় ছিল না কোন তার ভাবনায়-
অন্তরে।
শুধু মায়ের জন্যে ছুটেছিল
রক্ত লাল !
উৎস্বর্গ করেছিল জীবন দুরন্ত দামাল।
আজো রক্ত লাল! আজো উত্তাল
মিছিল.
আজো তারুণ্যে ভরা লাল
সবুজের ফুল!
তবু যেন নেই! রক্ত লালের
পলাশ শিমুল,
পর গাছে ফুটে হারিয়েছে শক্তির
মূল।
আজো রক্ত লাল! আজো কণিকাগুলো
বহে
শুধু সেই প্রবাহটা নেই -রক্তের
মর্যাদা কহে।
----------------------------------------------
No comments:
Post a Comment