Sunday, August 4, 2024

অসুরের দূর্গে হানা দে

 কলমেঃ আমিনুল এহছান মোল্লা।

তারিখঃ ০৪-০৮-২০২৪ ইং

স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

**********************************

মায়ের বুকে জ্বলেছে আগুন কিসের আশে!

কেন আজ অপলক ব্যাকুল শ্বাসে?

 

কেন রক্ত ঝরে ! কেন গুলি ছুড়ে বুকের মাঝে,

কেন রক্তে লাল  স্বাধীন বাংলার ভাঁজে ভাঁজে ?

কোন অসুরের ছোবল জেগেছে হায়! হায়

কেন চৌদিকে দেশদ্রোহীদের ছত্র ছায়ায়-

পুড়ায়! আমার মা’কে পুড়ায়?

 

কোথায় সেই লক্ষ শহীদের উত্তরসূরী ?

কোথায় সেই বজ্র কন্ঠের কালজয়ী কান্ডারী?

ওরে আবার গর্জে  উঠ বিপ্লবী প্রলয়ে

অসুরের দূর্গে হানা দে দুর্বার নির্ভয়ে!

 

এই স্বাধীন পতাকা কোনদিন হেরে যাবে না,

তারুণ্যের তরে মুক্তি দেখেছি, বুনেঁছি কামনা।

--------------------------------------------

No comments:

Post a Comment