Sunday, March 24, 2019

স্মৃতি তোমায় ডাকুক




------মোঃ আমিনুল এহছান মোল্লা,

থাকুক তোমার একটু অবদান থাকুক
মৃত্যুর পর থুব করে থাকুক
একটি স্মৃতি তোমায় ডাকুক ।

মুছে দাও মানুষের যন্ত্রণা
পাশে দাড়াও বঞ্চিতের পাশে
থাকুক তোমার একটু অবদান থাকুক ।

নিঃস্বার্থ্  দিয়েছে মুক্তি
জন কল্যাণে কর চুক্তি
একটি স্মৃতি তোমায় ডাকুক
মৃত্যুর পর থুব করে থাকুক ।
------------- রাওনাট, কাপাসিয়া, গাজীপুর ।


No comments:

Post a Comment