-কবি মোঃ
আমিনুল এহছান মোল্লা।
একদিন ঢাকা শহর অসম্ভ সুন্দর ও
পরিপাটি ছিলো
ঐতিহ্যের সভ্য নগরীতে আজ এ কি হলো?
লাইসেন্স নেই, মেয়াদ নেই ,মাজুর গাড়ী
যত ত্রাসে
রং নেই ,সীট নেই ,এলামেলো বেতাল মাতাল
চষে!
আপন আপন স্বার্থে জোট বেঁধে কত
নাম দিলো!
কেউবা সিটিং কেউবা লোকাল কেউবা কর্তা
হলো.
দেখ যাত্রী সেবার নামে আরেক নব্য শোসন হবে !
হায়রে কপাল পোড়া যাত্রী- কে তোর
মুক্তি দিবে?
ওদের যে নূন্যতম নৈতিকতাবোধ অন্তরে
জাগেনি..
ওরা যে নির্দ্য় রক্ত চোষা সিন্ডিকেট,-
এ বঙ্গ জননী !
হে কর্তা বলতো এমন গাড়ী পৃথিবীর কোন
দেশে আছে?
জানি শুনবে না কিংবা পারবে না তবু
আবেদন তোমার কাছে।
কেউ কেউ বলেছে শুনেছি তোমার ভিতরেও
নাকি,
এ সিন্ডিকেটের গুপ্ত সহচর গোপনে
মারতেছে উঁকি!
সত্য বা মিথ্যে এই বিভাজনে আমি আর না
যাব
শুধু বল রাজধানীর বুকে কবে মান সম্মত
যানবাহন পাব?
কোন সভ্য শহরে এমনি কি দেখেছো- হে
কর্তা ?
তবে কেন তোমার বুকে এত যানজট,এত অসনি
বার্তা !
এ যে ঢাকার লজ্জা, এ যে ঐতিহ্যের
ক্যান্সার, স্বাধীনতার মরণ ব্যাধি-
ওগো,আর যেন পীছ ঢালা রাজ পথে অলি গলি
ভাঙ্গা হাড়ি না দেখি!
----------------------------------------রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।
No comments:
Post a Comment