Monday, March 18, 2019

ফিরিয়ে দিবি অপরাধ হয় হোক



                             -কবি  মোঃ আমিনুল এহছান মোল্লা।
হে যুবক, তোর প্রেম স্বীকৃতিহীন হলে
খোঁজে দেখিস কতটুকু ভারী তোর থলে ।
পরাজয় হবে পরাজয় হবে তোর,
যদি না যোগ্যতার আগে নারীকে ভাবিস ঘর।

তোর আবেগ দিবে তোরে বেদনার কষাঘাত
প্রেমকে তুচ্ছ ভেবেছে নারী আছে যত ভূমি
প্রিয়ের প্রাচুর্য্যকে চিনেছে প্রিয়ার লুটেরা হাত
অযুত স্বপ্নে দেখেছি যুবকের পরাজয় আমি !

কখনো এসে যদি বলে তোকে ভালবাসে…
ফিরিয়ে দিবি অপরাধ হয় হোক,
জেনে যাবি ওরা প্রাচুর্য্য বিলাসী অধিক আশে
তোর প্রেমকে ছুঁড়ে দিবে এ আনন্দলোক।

নারী উড়বে নারী উড়বে তোর প্রাচুর্য্য পালে
এ প্রেমিকা , এ প্রেম সব তোর দুঃখের দাগ,
হে যুবক প্রেম নিবেদন করিস আবেগের পথ ভুলে
প্রতিষ্ঠিত হলে আসবে ফিরে ভেঙ্গে রাগ- অনুরাগ!

তার আগে
কখনো এসে যদি বলে তোকে ভালবাসে…
ফিরিয়ে দিবি অপরাধ হয় হোক,
----------------------------------------রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

No comments:

Post a Comment