------মোঃ
আমিনুল এহছান মোল্লা
ভীষণ
সম্মান পায় তারা এ সমাজে আজ
যারা
ক্ষমতাশালী অর্থে বেশী উঁচু শিরে তারা
যাদের
জ্ঞানে কোনো শিক্ষা নেই-আলো নেই- নম্রতা নেই
সমাজ
অচল আজ তাদের স্পর্শ্ ছাড়া
যাদের
অন্তর সুদৃঢ় আজো অজ্ঞ জনতার প্রতি
এখনো
যাদের কাছে মূল্যবান বলে মনে হয়
শিক্ষা
দীক্ষা ন্যায় নিষ্ঠা কিংবা ভদ্রতা
লাঞ্চনা
ও ধিক্কারের যন্ত্রনা আজ তাদের প্রাণ !
ভীষণ
সম্মান পায় তারা এ সমাজে আজ
অজ্ঞ
মূর্খ্ ক্ষমতাবান বিত্তশালী যারা ।
--------------, রাওনাট, কাপাসিয়া, গাজীপুর ।
***************
No comments:
Post a Comment