--------মোঃ
আমিনুল এহছান মোল্লা
কর্ম্
চলে ,ধর্ম্ চলে, ঘুষও চলে সাথে,
টগবগিয়ে
বুক উঁচিয়ে কর্তা ঘুমে রাতে ।
চেয়ারে
বসে কর্তা নামে ঘুষের ব্যবসা চলে
ঘুষের
মেলা হরদম- একি সবে বলে !
শার্ট্
প্যান্ট টাই পড়া দাঁড়ি গোঁফে ছোটে
মাথায়
টুপি হুজুর হজুর-এটি কোনজন বটে !
হায়
হ্যালো দে দে পকেট খানা ভরে
করলে
মানা হয় না কভূ, কর্ম্ দেয় যে ফিরে ।
ভাবছে
কর্তা করবো কাজ ভোক্তভোগী মেরে
আবার
ভাবে ফস্কে গেলে অন্যে যদি ধরে !
হায়রে
কপাল! একি দেখলুম ঘুষের মেলায় এসে !
সাঙ্গ
পাঙ্গ কুকুর গুলো রক্ত খাচ্ছে চুষে ।
ভীষণ
ভয়ে জাতি আজ ঘুষকারীদের ধোঁপে
হরেক
নামে গুড়িয়ে ফিরিয়ে ছিনে ধাপে ধাপে
ভোক্তা
মরে কর্তা ঘুমে অফিস আদালত থেমে !
ঘুষের
মেলা সকল কর্মে কর্তা কর্ত্রীর ধর্মে ।
-------------, রাওনাট, কাপাসিয়া, গাজীপুর ।
****************
No comments:
Post a Comment