----মোঃ
আমিনুল এহছান মোল্লা,
শিক্ষা
কি তবে দুষ্টের বলি ?
দিকে
দিকে আজ ঝরছে কলি,
ভ্রান্ত
পথে যাচ্ছি যে চলি
আগামীর
স্বপ্ন সবাই ভুলি ।
আঁধার
ঘরের দুয়ার খুলে
বাণিজ্য
আজ বাংলার স্কুলে
এই ফি
সেই ফি হরেক তালে ।
ব্যক্তি
স্বার্থে জাতিকে ভুলে ।
কিসের
দোষে আলোর ক্ষতি ?
দেখছো
কি তোমার শিক্ষানীতি!
নাইতো
সেথায় সাম্যের প্রীতি
বইয়ের
পাতায় শিক্ষা ভীতি!
শিক্ষা
দেবে নাকো? দেবে না আলো?
আপন
ঘরে লুকিয়ে আজ কত কালো !
মান
চাই, শিক্ষা চাই -যদি হ্যা বল
তবে,বৈষম্যহীন
শিক্ষানীতির পথে চল ।
ঐ দেখ
জাতীয় সংগীতে পদাঘাত করি,
কত দল
কত মত মাকে যাচ্ছে পুড়ি !
চল আজই
চল, আমরা বিদ্রোহ গড়ি
আলো
পাবার প্রত্যয়ে হাতে হাতে ধরি ।
চল ছিঁড়ি,
অজ্ঞদের ভ্রান্তনীতিকে ছিঁড়ি,
একই
মন্ত্রে মৌলিক শিক্ষানীতির দলে ভিড়ি
না না
পারেনা ,হতে পারে না
শিক্ষা
দুষ্টের বলি ।
ওরে
দুষ্ট শিক্ষা অন্ধের আলোক সিঁড়ি ।
জানি,
অন্ধ হেরে ওঠবে জেগে চির আলোর বান
ঐক্যের
ভাষায় গাইবে সবে জাতীয় সংগীত গান ।
------------------- রাওনাট কাপাসিয়া, গাজীপুর ।
**************
No comments:
Post a Comment