Wednesday, January 30, 2019

চোখে চোখে বলে ফেলেছো


   
                              
                                         -কবি মোঃ আমিনুল এহছান মোল্লা
চোখে চোখে বলে ফেলেছো কিংবা বলে ফেলেছি
অথবা কখনো তুমি বলনি শুধু আমি বলেছি ।

তখন বুঝেনি আজ বুঝেছি শুধু চোখে দেখেছি
সে তুমি! সে তুমি! যাকে এঁকেছি- প্রাণে বুঁনেছি

চোখে চোখে কখন যে লিখে ফেলেছি একটি নাম
সে তুমি! সে তুমি! যাকে ভালবাসি তার শিরোনাম !

চোখের পলকে পলকে দেখেছি আমাকে
লিখেছি হৃদয়ের চিঠি ভালবাসি তোমাকে।

দু’চোখের প্রণয়ে প্রসব করেছে এক স্বর্গিয় প্রেম.
যেখানে শুধু আমি আর তুমি-নেই কোন অপরনাম ।

চোখে চোখে বলে ফেলেছো কিংবা বলে ফেলেছি
অথবা কখনো তুমি বলনি শুধু আমি বলেছি ।

------------------------------------ 30-09-2018 ।,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

No comments:

Post a Comment