Tuesday, January 29, 2019

হৃদয়ে হৃদয়ে কথা হবে




                                      -কবি মোঃ আমিনুল এহছান মোল্লা


হৃদয়ে হৃদয়ে কথা হবে চোখে চোখে আঙ্গিন,
রক্তে রক্তে তুলব তুফান হবে না তবু  প্লাবন !

প্রাণে প্রাণে গড়ব প্রেম ছিড়বে না কভু বাঁধন
ভালবাসি ওগো ভালবাসি বেজে উঠুক এ গান।
নাই ভেদাভেদ নাই বিচ্ছেদ নাই বিরহের কোলাহল
এ হউ্ক শপথ আজে যত প্রেমিক - প্রেমিকার দল ।
বিধাতা হতে স্বর্গিয় অনুভূতি এ প্রাণে জাগে..
কর না নষ্ট যৌবিক লোভে রাগ- অনুরাগে ।

হৃদয়ে হৃদয়ে কথা হবে চোখে চোখে আঙ্গিন,
রক্তে রক্তে তুলব তুফান হবে না তবু  প্লাবন !
----------------------------------------------------- 18-09-2018 ।রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

No comments:

Post a Comment