Friday, July 10, 2020

বেদনার শব্দ্ বাজে সরলের বুকে


--------------কবি মোঃ আমিনুল এহছান মোল্লা।
**********************

হাঠাৎই তুমি  গর্জে উঠলে রক্ত ঝাঁকি দিয়ে
হে তোষামোদি ,হে তোষামোদি, হে তোষামোদি!

পরিশ্রমী সহজ সরলেরা কর্তার বুকে ঠাঁই পেতে গিয়ে
দিশেহারা, আজ দিশেহারা
কেউ নেই, কোথাও কেউ নেই, খাঁ-খাাঁ করছে সত্যের বাড়ি
আপন নীড় চেতে চেয়ে
ছিটকে গেল পরীক্ষিত বীরেরা প্র্খর রোদ্দুরে

তোষামোদিরা  ঘিরে আছে ডাইনে –বায়ে ঘরে বাইরে
কুটচালের মিছিলে সারি সারি
দৃশ্যটা  পরিচিত বাংলার অফিস আদালতে, পথে ঘাটে সবখানে
বুঝে নিতে পারি-

স্পষ্ট্ত বুঝে নিতে পারি, ন্যায় নিষ্ঠ্ সত্যের বুকে হাহাকার
বেদনার শব্দ্ বাজে সরলের বুকে
হায়, তবু সেই নৈতিক বাণী শুনি কর্তার মুখে মুখে
অর্থ্ বুঝি না যে

মূল্যায়ন মূল্যায়ন! কিসের মূল্যায়ন? প্রাণে প্রাণে দুঃসহ যন্ত্র্না
নিরলস ন্যায় নিষ্ঠ শ্রমিকের
করোনার তুফানে তুফানে ক্ষুব্ধ্ কর্তারা বুক চেপে আছে
নিবেদিত প্রাণ কর্মীর বহরে
ছা্ঁটাই, ছাঁটাই, শুধু ছাঁটাইয়ের মিছিলে-
শিল্পের অধিপতি বুঝে না যে -

তোষামোদিরা ঠিকই আছে, র্নিভয়ে আছে---
স্পষ্ট্ত বুঝে নিতে পারি, ন্যায় নিষ্ঠ্ সত্যের বুকে হাহাকার
বেদনার শব্দ্ বাজে সরলের বুকে


----------------------------------------------------১০-০৭-২০২০ ইং রাওনাট,কাপাসিয়া,গাজীপুর


No comments:

Post a Comment