Tuesday, January 22, 2019

স্বার্থের দৃশ্যটা খুব গভীরে্


                                 কবি-মোঃ আমিনুল এহছান মোল্লা।
অকস্মাৎ সিনিয়র চেঁচিয়ে উঠল তেলে বেগুনে জ্বলে
জুনিয়র, জুনিয়র, জুনিয়র!
জুনিয়রের উত্থান জনতার মধ্যে উঁকি মারতে দেখে
হিংসে পুড়ে যাচ্ছিল ।

 অথচ কেউ কোথাও নেইতো তৃণমূলে জুনিয়রের বিপক্ষে,
পিছন দিকে দিয়ে
সিনিয়রেরা বিশ্বাস ঘাতকের জাল বুঁনে রাত্রির আঁধারে
কেন্দ্রের আদেশ উপেক্ষা করে ।

সমর্থনটা লোক দেখানো,ষড়যন্ত্র ভিতরে ভিতরে
বিপক্ষ দলের পক্ষে জারি সারি
দৃশ্যটা খুব গভীরে্, এখনও পর-পর
জুনিয়রকে মেনে নিতে পারেনি ।

স্পষ্ট বুঝতে পারি, বুকের মধ্যে ক্ষমতা হারানোর
আগাম শব্দ বাজে ।
হায় নেতা, হায় দেশ প্রেমিক ! আর কত মুখোশ পড়ে থাকবি ?
তোরা সবাই স্বার্থ্পর !
নিরবতার অর্থ্ বুঝি না যে, তা কিন্তু নয়..
স্বার্থের দৃশ্যটা খুব গভীরে !

লোভ! লোভ ! ক্ষমতার লোভ ! চরম বিপর্য্য়
নৈতিক নৈতিকতার !
কান্ডারী আজ আপনার স্বার্থে কাউকে মেনে নিতে পারছে না
ক্ষমতার মসনদে ।
কিসের সমযোতা? কিসের ত্যাগ ?
স্বার্থের দৃশ্যটা খুব গভীরে !
-------------------------------------1-1-2018 ।


No comments:

Post a Comment