কবি--
মোঃ আমিনুল এহছান মোল্লা
অপূর্ব্
অনুভূতি থেকে জেগে উঠে
হৃদয়ের
কোকিল
অনুভূতি,
তুমি কি পারো স্তব্দ করে দিতে
কোকিলের
কলরব ?
স্পন্দনে
স্পন্দনে কম্পিত
এক
বসন্তে সারা শরীর !
কে
গো তুমি ? গহিন কলবে..
কুহু
কুহু সুরে ডেকে উঠ
প্রেমের
বসন্ত রাঙিয়ে,তুমি
হেরে
যাওয়া কোন সম্রাট কিংবা মুকুট তো নও
তুমি
এক অবিনশ্বর প্রেম, আত্বার স্পর্শ্
হৃদয়ের
কোকিল !
কোন
আকর্ষনে প্রেমের পুস্পেরা ডানা মেলে..
তোমার
দর্শনে..
সবই
তো অজানা, তবু ছুটে চলে, তবু ফিরে আসে
প্রেমের
সমীরনে ।
ফুল
কি ফুটেছে ? কোকিল কি ডেকেছে ?
তবু
ভালবেসেছে
যে
কোকিলকে হৃদয় চিনেছে ।
অপূর্ব্
অনুভূতি থেকে জেগে উঠে
হৃদয়ের
কোকিল !
যা
কিনা চির বন্ধনের এক অনুপম স্পর্শ্ ।
-------------------------------------2-2-2018 ।
No comments:
Post a Comment