কবি---মোঃ
আমিনুল এহছান মোল্লা।
বৃষ্টি
পরে টাপুর টুপুর স্রোত আঁকা বাঁকা
জলে
ডুবে রাস্তাগুলো- আজ বন্যা ঢাকা !
জল-স্হল একাকার;
অলি
গলি ভেসে ভেসে এল আজ জোয়ার ।
টেম্পু,
অটো, বাস গাড়ী, যাত্রী অথৈ জলে;
মরণ
ফাঁদ যেন তাই মায়ের আঁচল তলে ।
কেউ
নেই,কেউ নেই দুঃখীর হাতটি ধরে;
মনে
হয় বৃষ্টি যেন হেসে হেসে মারে !
খাল- বিল, নদী- নালা সব বন্ধ করি
অসহ্য
যাতনা সহে নগর চলেছে হেরি ।
বজ্র
গর্জে আরো গগণে
যায়
না জল সেই ক্ষণে
চারিদিকে
ছিন্নবিদ্যুৎ ঘরে ঘরে
বৃষ্টি
যেন অভিশাপ ঢাকা জুড়ে জুড়ে ।
হে
নগর পিতা
হে
রাষ্ট্র মাতা
হে
কৌশুলী অভিনেতা
হে
বিভিন্ন সংস্থার ছাতা
আপন
আপন স্বার্থে বন্ধ করেছো মুক্তির পাখা
রাশি
রাশি তুচ্ছতার অট্রহাসে
নগরবাসী
ভেসে নিত্য বসবাসে!
কারা
ওই নগর খুনি
আজ
কেন বাকহীন ধ্বনি !
অলি
গলি পথ ঘাট অথৈ জলে
স্থলে
যেন নৌযান যায় পাল তুলে
বৃষ্টি
পরে টাপুর টুপুর স্রোত আঁকা বাঁকা
জলে
ডুবে রাস্তাগুলো- আজ বন্যা ঢাকা !
------------------------------------------
রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।
No comments:
Post a Comment