Tuesday, January 22, 2019

ধন্য ওগো ,ধন্য তুরাগ



                              কবি-মোঃ আমিনুল এহছান মোল্লা।
তুরাগে সাম্যের গান উঠুক তবে বাজি
প্রতি প্রভাতে গাজীপুরের পবিত্র মাটিতে !
কে গাজী ! কে ভিন ! নাহি মোরা সাজি
সকাল সন্ধ্যা থাকি যেন হাসিতে হাসিতে ।

তুরাগের চাঁকা ওই যে ছুটেছে- ওগো
ওই যে ছুটেছে,
সকাল-সন্ধ্যা আপ-ডাউন তার
জয়দেবপুর- ঢাকা
ঢাকা- জয়দেবপুর
হাজার যাত্রী উঠেছে ।

নর-নারী ছুটেছে বসে দাঁড়িয়ে ঝুলে ঝুলে..
কর্মের তাগিদে সময়ের ঘড়িতে,
কে গো তুমি, নেই সময় আঁখি খুলে
তবু প্রেমের সুর হাজার প্রাণের সংগীতে ।

চেনা,অচেনা, সব যেন আপন তব
একে অপর থাকে ওগো সাম্যের ভঙ্গিতে
তুরাগ জাগিল, জাগিল ওগো নব
সকাল সন্ধ্যা হৃদয় বাঁশিতে বাঁশিতে ।

যে আনিল তারে হয়নি দেখা তাকে ওগো
তবু কৃতজ্ঞ তারি প্রবাহে..
এমন করে ছুটেছে তুরাগ,
নেই রাগ- অনুরাগ ।

ধন্য ওগো ধন্য তুরাগ, তোমারই বুকে চড়ে
সকালে এসে বিকালে ফিরে আপনারই ঘরে !

গান শুনেছি তোমার বাঁশিতে..
তুমি শিল্পি, তুমি কবি, তুমি কবতিা..
হে তুরাগ,
তুমি হাজার যাত্রীর পদধ্বনি
হাজার হৃদয়ের প্রেমের বাণী ।
 -----------------------------------3-3-2018 ।

No comments:

Post a Comment