কবি--মোঃ
আমিনুল এহছান মোল্লা।
টিকেট
আনতে গিয়ে দেখি ভিতরে কিছু তলোয়ার
একটুকুও
মরিচা পড়েনি,গায়ে ওদের সরকারী মণিহার
তাদের
ক্ষমতার কাছে যাত্রীরা কেউ নেই..
যেন
এক ক্ষুধার্ত্ পাগলা, তাদের গর্জ্ন দেখেছি..
চেয়ার
ঘুরিয়ে ফিরিয়ে উচ্চ স্বরে তাদের দম্ভ.
যাত্রীরা
অপদস্ত !
মাসিক
টিকেট দেয়নি
তাদের
দমকে দমকে যাত্রীদের চোখে জল এসে যায়
আজ
না কাল, কাল না পরশু এভাবে চলে
১ থেকে ৫ তারিখ
কেউ দেখেনা, কেউ শুনে না যাত্রীদের নিরব কান্না ।
মনে হয় না ওরা আমাদের সেবক, আমাদের টেক্সের পয়সায়
ওদের বেতন হয়, ওদের পরিবার চলে..
ওরা বড় বেশী নির্দ্য়, বড় বেশী আইন ভঙ্গকারী..
ওরা সরকারী তলোয়ার,
যাত্রীদের ভয় দেখায় !হাই কোর্ট্ দেখায়
ট্রেনের মাসিক টিকেট পাইনি.
তবু ওদের কোন ক্ষতের কিংবা রক্তের চিহ্ন নেই,
ওরা যে সরকারী তলোয়ার !
এক থেকে দেড় ঘন্টা দাড়িয়ে
মাসিক টিকেট না নিয়ে ফিরে এসেছি !
এ কেমন বিচার- হে কর্ত্পক্ষ ?
অগ্রিম টাকাগুলো আমি একটি মাসিক টিকেটের আশায়
পরিশোধ করে দেই সরকারী তহবিলে !
টিকেট
আনতে গিয়ে দেখি ভিতরে কিছু তলোয়ার
একটুকুও
মরিচা পড়েনি,গায়ে ওদের সরকারী মণিহার !
------------------------------------------ 1-4-2018 ।
No comments:
Post a Comment