Thursday, January 24, 2019

এনেছি, শুধু তোমার জন্য এনেছি


-কবি মোঃ আমিনুল এহছান মোল্লা
এনেছি, শুধু তোমার জন্য এনেছি-
চারটি পাঁপড়ি এনেছি-

আমি ফুল দিবো , সৌরভ সুবাসে দিবো-
তোমার হৃদয়ে ফুটাবো, খুব গভীরে ফুটবো
বাগান জুড়ে লাগাবো প্রেমের বৃক্ষ-

দিবে কি হৃদয় ভূমি ? আমি চাষাবাদ করবো
অতি যত্নে ফুটাবো চারটি পাঁপড়ির একটি ফুল-
ভালবাসি শুধু ভালবাসি ।

এনেছি, শুধু তোমার জন্য এনেছি-
চারটি পাঁপড়ি এনেছি-
উপহার দিবো, তোমাকে উপহার দিবো
হৃদয়ের ফুল
আমি তোমাকে ভালবাসি ।

এনেছি, শুধু তোমার জন্য এনেছি
--------------------------------24-01-2019 ।রাওনাট.কাপাসিয়া,গাজীপুর।

No comments:

Post a Comment