-কবি মোঃ আমিনুল এহছান মোল্লা।
আমার যৌবন আকাশে নেমেছে পড়ন্ত বিকেল
মেঘগুলো জমে গেছে আকাশের মাঝে,সূর্য্টাও লুকে আছে
ঘন অন্ধাকার হয়ে আসছে যৌবনের প্রতিটি মুহূর্ত্
পড়ন্ত বিকেল যেন এক গোধূলীর প্রণয় !
প্রাণের স্পন্দন গুলো স্থবির
হয়ে পড়ছে ধীরে ধীরে..
মাথার চুল জুড়ে অগণিত শুভ্র ভূমি..
দাড়িগুলো কালো নেই, চর্মের ভাঁজে ভাঁজে রাত্রির আনোগোনা
যৌবনের উত্তেজনা নেই,শরীরের উত্তাল স্রোতেরা নেই,
আমাকে ইঙ্গিতে ইঙ্গিতে কে যেন ডাকছে, শুধু ডাকছে
আমার দিবস বুঝি শেষ হয়ে এল !
কেঁপে কেঁপে উঠছে যৌবনের অভিযান, শরীরের তীব্রতা ।
শিরা- উপশিরায়- রক্ত প্রবাহে গোধূলীর আভাস!
চোখের দৃষ্টি যেন ক্ষীন হয়ে আসছে ধীরে ধীরে
কাছে কেউ নেই, দূরেও সীমানা হীন প্রাচীর, সম্মুখে দৃষ্টিহীন দিগন্ত
।
সময়ের জল্লাদ যেন বড় নিষ্ঠুর..
সমন নিয়ে ধেয়ে আসছে আমার দিকে, শুধু আসছে, শুধু আসছে…
কোন আকুতি কিংবা মিনতি বড় বেশী মূল্যহীন
জীবন আজ পড়ন্ত বিকেলে রাত্রির দ্বার প্রান্তে..
আগামীর প্রভাতটা পাবো তো?
আমার আগামীর বাগানে একটা বিজয়ী ফুল ফুটুক ।
আমার জীবন আকাশে ছড়িয়ে আছে এক অস্তমিত সূর্য্
সময়ের জল্লাদ যেন বড় নিষ্ঠুর..
শুধু ডাকছে, শুধু ডাকছে, শুধু বলছে, তোর সময় শেষ!
হে ধরনী বীর্য্,
সবই ক্ষণিকের কারুকার্য্!
আমার অনন্ত আকাশে জ্বলে উঠুক মুক্তির সূর্য্!
-------------------------------------------------------------------
রাওনাট, কাপাসিয়া,গাজীপুর ।
No comments:
Post a Comment