Thursday, January 24, 2019

তুমুল যুদ্ধে জিতবে যখন



                                                                   -কবি মোঃ আমিনুল এহছান মোল্লা।

দেখবে যেদিন ঝগড়াটা আর নেই..
ভালবাসার শক্তিটাও পাবে না আর সেই.
তুমুল যুদ্ধে জিতবে যখন ভালবাসা ঐ
হাসবে তখন প্রাণ দু’টো এই
প্রেমের বাগান যেই ।
--------------------------------------------------20-12-17 রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

No comments:

Post a Comment