-কবি মোঃ
আমিনুল এহছান মোল্লা ।
কোনদিন জানতে চাব
না, কোন দিন না-
এমন করে কেন হাসলে,
মুচকি হাসলে
কেন এতো মুক্তা ছড়ালে
রাঙা ঠোঁটের ফাঁকে ফাঁকে
কি এমন ছিল আমার মাঝে?
তোমাকে হাসতেই হল
!
যাইহোক, আমি কিন্তু
ঠিকই-
হাসিটিা বুঁনে ফেলেছি
হৃদয়ের প্রতিটি স্তরে স্তরে…
স্বপ্ন দেখতে শুরু
করেছি, অফুরান স্বপ্ন!
এমন করে কেন হাসলে,
মুচকি হাসলে
শুধু জানাতে এসেছি,
আমি তোমাকে ভালবেসে ফেলেছি ।
--------------------------------------24-01-2019
।,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।
No comments:
Post a Comment